পূজাঁয় ৩দিনের ছুটির দাবীতে জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালিত

Nilphamari-Pic-18.09.202001.jpg


স্টাফ রিপোর্টারঃ দূর্গা পূজাঁয় ৩দিনের সরকারী ছুটির দাবীতে শুক্রবার(১৮সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী সদর ও জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অ¤øান পাদদেশে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, সদর শাখার উপদেষ্ঠা হিরম্ব কুমার, সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সরকার প্রমূখ।
বক্তারা বলেন, দূর্গাপূজাঁ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দূর্গা পূজাঁয় ৫দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারীভাবে বিজয়া দশমীর দিন সরকারী ছুটি। পিতা-মাতা, গুরুজন ও প্রতিবেশীদের প্রণাম করা ও আর্শিবাদ গ্রহন একটি ধর্মীয় রীতি। কিন্তু সরকারের ১দিন ছুটি ঘোষনা থাকায় এসব ধর্মীয় রীতি থেকে তারা বঞ্চিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ৩দিনের ছুটির দাবীটি আসন্ন দূর্গা পূজাঁর আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে ঘোষনা করবেন বলে আশাব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top