সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র জমা

FB_IMG_1713873109361.jpg


রাশেদুর রহমান সুমন।
স্টাফ রিপোর্টার।

আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ রোববার (২১ এপ্রিল) সৈয়দপুর উপজেলায় ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সৈয়দপুর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক মেয়র মরহুম আমজাদ হোসেন সরকার একমাত্র পুত্র রিয়াদ আরফান সরকার, সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, জাতীয় পার্টি পৌর শাখার আহবায়ক জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএএল) চেয়ারম্যান মো. মহসিন আলী এবং জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল দিদার।

আর ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মহসীন মন্ডল মিঠু , সৈয়দপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ্ সোহাগ এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পৌর কৃষক লীগের সহ- সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হচ্ছেন, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমিত্রা রানী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম (লাকী), সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম আফসার হোসেনের কন্যা সমাজসেবী মোস্তাফিজা হোসেন, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম।

নির্বাচনে বিএনপি – জামায়াত অংশ না নিলেও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, এবারই প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

আগামী ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৪ -২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ২ মে এবং আগামী ২১ মে নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top