ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা

image-198276.jpg


ডেস্ক ।। ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা-২০২১। রোববার রাতে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তবে করোনা পরিস্থিতিতে মার্চেও মেলার আয়োজন সম্ভব হবে কি-না এ বিষয়েও কিছু জানাতে পারেনি একাডেমির মহাপরিচালক।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘রোববার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমিকে জানিয়েছে- ফেব্রুয়ারিতে মেলার আয়োজন সম্ভব নয়। তবে কবে নাগাদ মেলার আয়োজন করা হবে এ বিষয়েও কিছু জানায়নি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমি অগ্রিম কিছুই বলতে পারবো না। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না।’

এ বিষয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজণশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না- এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলা একাডেমি এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে কিছুই জানায়নি। গত সপ্তাহে আমরা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেছিলাম। তখন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাকে তিনি রেজুলেশন আকারে মন্ত্রণালয়েও নাকি পাঠিয়েছেন। তবে এটা ঠিক যে, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মেলার আয়োজন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আরও দুই সপ্তাহ আগে আমরা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে একবার বসেছিলাম। ওই সময় আমরা দাবি জানায়- ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের শুরুর দিকে যেন মেলার আয়োজন করা হয়। সেসময়ে তিনি আমাদের মৌখিক আশ্বাসও দেন। তবে সবকিছুই নির্ভর করছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top