সৈয়দপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা

SSSSSS.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে ক্লাবের আহবায়ক কমিটির সভা শেষে ওই ঘোষণা দেয়া হয়। প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মকসুদ আলম স্বাক্ষরিত ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৮ নভেম্বর ভোটার তালিকায় নাম সংশোধন করা এবং চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টায়। আগামী ৪ ও ৫ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সন্ধ্যায় ৬ টা থেকে ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হবে আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত। পরদিন ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পযন্ত প্রিজাইডিং অফিসার কর্তৃক জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চ‚ড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পযন্ত। নির্বাচনের ভোট গ্রহন করা হবে ১৮ ডিসেম্বর (শুক্রবার)। ওই দিন বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে। ওইদিনই ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হবে। ঘোষিত নির্বাচনী তফসিল থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, ১৯৭৪ সালে স্থাপিত সৈয়দপুর প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ২৫জন। আর ৭টি সম্পাদকীয় পদসহ সৈয়দপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি ১১সদস্য বিশিষ্ট। কার্যকরী কমিটির মেয়াদ শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সৈয়দপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top