ফুলবাড়ীতে উদ্বোধনী দিনে মুক্তিযোদ্ধাসহ করোনার টিকা পেল ৪৩ জন

Kurigram-news-tika-photo-7-2-2021.jpg


ইউনুছ আলী আনন্দ: কুড়িগ্রামের ফুলবাড়ীতে রবিবার দুপুরে কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এর উদ্ধোধন করেন কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির এমপি আলহাজ¦ পনির উদ্দিন আহমেদ।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও তৌহিদুর রহমান, ওসি রাজীব কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, আরএমও ডাঃ সাইফুুর প্রমুখ।
উদ্বোধনী দিনে মুক্তিযোদ্ধা, পুলিশ, স্বাস্থ্য কর্মী রেজিষ্ট্রেশন সম্পন্ন ৪৩ জন কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সুযোগ পান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল জানান, কভিড-১৯ ভ্যাকসিন গ্রহণকালে জ¦র, ব্যথা উপসর্গ দেখা দিতে পারে। এই উপসর্গ ক্ষতি কারক নয়। প্যারাসিটামল জাতীয় ঔষধ খেলে সেরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top