সবজি-পুষ্টি বাগান স্থাপনে নীলফামারীতে বীজ ও টাকা বিতরণ শুরু

aG5n.jpg


এসএপ্রিন্সঃ নীলফামারী সদর উপজেলায় পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনে ৪৮০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১১টায় সদর উপজেলা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওবাদুর রহমান মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
জেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওবাদুর রহমান মন্ডল জানান, কর্মসূচির আওতায় এক শতক জমিতে চাষের জন্য প্রতি কৃষককে ডাটা, সীম, বেগুন, পুইশাক, কলমিশাক, মরিচ, লালশাক, মুলা, চিচিংগা, ঝিংগা, লাউ, করলা ও উন্নত জাতের চারটি করে পেঁপে চারা ও পরিচর্যা, বেড়া, জৈব -অজৈব সার বাবদ এক হাজার ৯৩৫ টাকা করে মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রদান করা হয়।
সদর উপজেলায় ৪৮০ জন এবং জেলার ছয় উপজেলার ৬০টি ইউনিয়নে এক হাজার ৯২০ জন কৃষক ওই সুবিধা পাবেন। সবমিলে খরচ হবে ৫০ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। আগামী ১৪ জুনের মধ্যে সকল উপজেলায় বীজ ও টাকা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top