নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের জয়

FB_IMG_1710004878046.jpg


এস. এম. আহসান হাবীব বাবু

নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি পদে ২৪জন ও সহযোগী গ্রুপে ৫টি পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।
নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ভোট গণনা শেষে শনিবার রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফ হোসেন মুন।

নির্বাচনে সাধারণ গ্রুপে আব্দুল ওয়াহেদ সরকার (১১০৩ ভোট), আলহাজ্ব মিজানুর রহমান (১১১৯), মনিরুল ইসলাম সুইডেন (১১১৭), আতিয়ার রহমান (১০৯৩), রুকুনুজ্জামান সরকার লেমন (১০০৬), মফিজার রহমান (১০৩৮), মোকছেদুল ইসলাম মোকছেদ (৯৭৯), আরমান হাবীব (৯৮৫), সামিউল ইসলাম শাওন (১০৯৮), দেলোয়ার হোসেন (৮৮৩), মাহবুবর রহমান মনি (৮৬৬) ও মোহাম্মদ আসাদুজ্জামান রাশেদ (৮৭৮) প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষিত হন।

সহযোগী গ্রুপে মো. নওশাদ আলম (৬২৫), আখতার সিদ্দিকী পাপ্পু (৬০৭), নাঈম ইসলাম জীবন (৫৯৫), রিপন কুন্ডু (৫৬৯) ও মানু হোসেন (৪৯৬) প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফ হোসেন মুন জানান, নির্বাচনে সাধারণ গ্রুপে ৮৪ দশমিক ৬৯ ও সহযোগী গ্রুপে ৮২ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন স্কুলে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি পদে ২৪জন প্রার্থী ও সহযোগী গ্রুপে ৫টি পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ পূর্ণ প্যানেলে জয় পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top