গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে

hasan-1713776381-2404230459.jpg


এস.এম.আহসান হাবীব বাবু।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনেই সভা-সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। আশা করি গত ২৮ অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিলো, সে পথে এবার হাঁটবে না দলটি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, জাতিসংঘের এসক্যাপ সম্মেলনের বাইরেও ২৬ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। থাইল্যান্ডের পর্যটন খাতে মানবসম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ।

তিনি বেলেন, সরকারি পাসপোর্টধারীদের বিনা ভিসায় ভ্রমণের বিষয়টিও আলোচনা করা হবে সফরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর দু’দেশের সম্পর্কের নতুন দ্বার উম্মোচন করবে। সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই ও মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে লেটার অফ ইনটার্ন থাকবে। ১টা চুক্তি, ৩টা সমঝোতা স্মারক, ১টা লেটার অফ ইনটার্ন।

ড. হাছান মাহমুদ বলেন, আগামী ২৬ এপ্রিল এসক্যাপ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পৃথিবী এখন সংঘাতময় পরিস্থিতির মধ্যে। সে কারণেই প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিচ্ছেন। এই সংঘাতময় পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দেওয়া ও মানুষকে স্বস্তি দিতে সব মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর।

তিনি আরো বলেন, কাতারের আমীর খুব কম সময়ের জন্য আসছেন। তাই শিডিউল খুব টাইট। এ কারণেই ধানমন্ডি ৩২ নম্বর ও রাস্তা উদ্বোধনসহ সব জায়গায় যেতে পারছেন না।

মুক্ত হওয়া জাহাজটি আরব আমিরাতে পৌঁছেছে জানিয়ে মন্ত্রী ব‌লেন, তারা একটি ট্রমার মধ্যে আছে। তাদের বিষয়ে সব ধরণের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top