আপাতত ৪ দেশকে ভিসা দেবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

230239kalerkantho_pic.jpg

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আপাতত চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালির ভিসা বন্ধ করেছে বাংলাদেশ। আমরা পর্যবেক্ষণ করছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক কথা বলছি, তারা যদি আমাদের কোনো দেশ সম্পর্কে রিকমেন্ড করে, তাহলে আমরা সেই দেশের বিষয়ে বিবেচনা করবো।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি, কাতার, আমিরাত, কুয়েত ও ইরাকের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। সৌদি আরবে আপাতত শুধুমাত্র ওমরা ভিসা বন্ধ করা হয়েছে। যারা দেশে এসেছেন, কিন্তু আপাতত যাচ্ছেন না, তাদের প্রত্যেকের ভিসার মেয়াদ বাড়ানো হবে। পরে গিয়ে কাজে যোগদান করতে পারবেন। বাংলাদেশের জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা দেয়নি সৌদি আরব। তবে ১৫ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।

আর এখনও যারা বিদেশে আছেন তাদের উদ্দেশে তিনি বলেন, যারা যে দেশে আছেন, সে দেশেই থাকুন। সে দেশের আইন-কানুন মানুন। কোনো কিছুর দরকার হলে দূতাবাসে যোগাযোগ করুন।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সচিব এবং বিমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top