ডিমলায় বখাটের পরিবারের হামলায় আহত গৃহবধুর মৃত্যু : বখাটে আটক

index........jpg


স্টাফ রিপোর্টারঃ এক বখাটে ছেলের পরিবারের সদস্যদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১৯ সেপ্টেম্বর) ভোরে নীলফামারীর ডিমলা উপজেলা হাসপাতালে অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন গৃহবধু নুরজাহান বেগম(৪০)। ওই গৃহবধু ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি গ্রামের আমিন মিয়ার স্ত্রী। শনিবার দুপুরে লাশের ময়না শেষে সন্ধ্যায় ওই গৃহবধুকে দাফন করে স্বজনরা।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ওই গৃহবধুর স্কুল পড়ুয়া মেয়ে বাড়ির টিউবয়েলে গোসল করতে গেলে সেখানে প্রতিবেশি আব্দুল খালেকের বখাটে ছেলে সজিব(১৮) মোবাইলে ভিডিও করে। মেয়েটি দেখে ফেলে চিৎকার দিলে ওই বখাটে ঢিল ছুঁড়ে মারে। এ ঘটনায় স্কুল ছাত্রীটির মা নুরজাহান প্রতিবাদ করলে আব্দুল খালেকের স্ত্রী খদেজা বেগমসহ পরিবারের লোকজন লাঠি দিয়ে হামলা চালিয়ে গৃহবধুকে বেধরক মারপিট করে। এলাকাবাসী ছুটে এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার ভোরে ডিমলা হাসপাতালে তার মৃত্যু হয়। নুরজাহানের ছেলে শাহ আলম বাদী হয়ে ডিমলা থানায় ১০জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেফতার করলেও অন্যান্যরা পালিয়ে যায়।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top