নীলফামারীতে ১০ টাকা চাল বিতরণ অনিয়মে কামরুল ডিলারের লাইসেন্স বাতিল

FB_IMG.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরনে অনিয়মের অভিযোগে কামরুল ইসলাম ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন।
জেলা সদরের চাপড়া সরনজামী ইউনিয়নের বাবড়িঝাড় পয়েন্টের ডিলার কামরুল ইসলাম মার্চ মাসের চাল বিতরনে ৭ জন কার্ডধারীকে চাল না দিয়ে তাড়িয়ে দেয়। অভিযোগ পেয়ে সেই পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে উক্ত ডিলার পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত ওই ডিলারের বাড়িতে গেলে তাকে বাড়িতেও পাওয়া যায়নি।
এই ঘটনায় তাৎক্ষনিকভাবে তদন্ত টিম তদন্ত করে ডিলারের বিরুদ্ধে অনিয়মের সত্যতার প্রতিবেদন দাখিল করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, খাদ্যবান্ধন ২০১৭ এর ৮১ অনুচ্ছেদ নীতিমালা প্রযোজ্য শর্ত ও অঙ্গীকার নামার শর্ত ভঙ্গ করায় ওই ডিলারের লাইসেন্সসহ ডিলারশীপ বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top