শংকা আর ভয়ে সোনালী ধানের শীষে দোল খাচ্ছে ডোমারের কৃষকের স্বপ্ন

Domar-Pic--scaled.jpg


এসএপ্রিন্স: আর মাত্র কয়েকটা দিন পর কৃষকের ঘরে ঘরে শুরু হবে নতুন ধানের নবান্ন উৎসব। সোনালী ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ধানক্ষেতে সোনালী রং ধরেছে। অনেক ধান পেকেছে আবার অনেক ধান আধা পাকা অবস্থায় রয়েছে। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। ধানের শীষের এ দোল কৃষকের মনেও দোলা দিচ্ছে। কৃষকের এ স্বপ্ন পুরনে শংকা আর ভয় হয়ে দাড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। মাঝে মাঝে আকাশে উকি মারছে কালো মেঘ। আর তখনি হতাশায় অজানা শংকায় মলিন হয়ে উঠে কৃষকের চেহারা। এ যেন তীরে এসে তরী ডুবে যাওয়ার মতো অবস্থা। এক অজানা আতংকে দিন কাটে কৃষকের। গত শনিবার রাতে হঠাৎ দমকা হাওয়া আর বৃষ্টিতে ক্ষেতের অনেক ধানগাছ মাটিতে শুয়ে পরে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে, এবারে ডোমার উপজেলায় ১৮হাজার ৮শত ৩০হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান রয়েছে-২হাজার ২৫৫হেক্টর, স্থানীয় জাত-৫০হেক্টর ও উফসি জাতের ধান রয়েছে-১৬হাজার ৫২৫হেক্টর।
সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি উদয়নপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, আমি ৪ বিঘা জমিতে আগাম স্বর্ণধান লাগিয়েছি। সবগুলো ধান পেকেছে কাটতে শুরু করেছি। দীঘলটারি গ্রামের অপর কৃষক আক্কাছ আলী জানান, আমি ১২বিঘা কমিতে উফসি জাতের হাইব্রীড স্বর্ণধান লাগিয়েছি। সবগুলো ধানে পাক ধরেছে। পুরোপুরি পাকতে ১৫/২০দিন সময় লাগবে। এবারে অতিবৃষ্টির কারন উচু এলাকায় ধানের ফলন ভালো হয়েছে। উপজেলার গোমনাতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক জাহিদুল ইসলাম জানান, আমি এবারে ৫ বিঘা জমিতে গুটি স্বর্ণধান লাগিয়েছি। ধান পেকেছে দু-চার দিনের মধ্যে ধানকাটা শুরু করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান জানান, এ যাবত শতকরা ৮ ভাগ ধান কাটা হয়েছে। আগামী ২০থেকে ২৫দিনের মধ্যে সব ধান কৃষকের ঘড়ে উঠবে। এবারে অতিবৃষ্টির কারনে আমন উৎপাদনে উঁচু এলাকাগুলোতে ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকলে উৎপাদনে লক্ষমাত্রা পুরন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top