কিশোরগঞ্জ রুপালী ব্যাংক শাখার রহস্য উন্মোচিত করেছে তদন্ত কমিটি

rupali-back.jpg

বিশেষ প্রতিবেদকঃ কিশোরগঞ্জ রুপালী ব্যাংক শাখার অনিয়ম বন্ধ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা বিপাকে পড়েছে। শিরোনামে ১৬ই ফেব্রæয়ারী দৈনিক যায়যায় দিন, দৈনিক চাঁদনী বাজার ও অনলাইন পত্রিকা নীলফামারী টাইমস এ সংবাদ প্রকাশের পর রুপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার মূল রহস্য উন্মোচিত খুজে পেয়েছে তদন্ত কমিটি পরিবেশিত সংবাদের সত্যতা। দীর্ঘদিন ধরে একটি স্থানীয় প্রতারক চক্র চেক জালিয়াতি, ব্যাংক চত্তরে দালালদের দৌরাত্ব, ত্রæটিপূর্ণ কাগজপত্র দিয়ে ঋণ উত্তোলন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। হঠাৎ ই এসব অপরাধ মূলক কর্মকান্ড ব্যাংক শাখাটিতে বন্ধ হয়ে যাওয়া একটি সুবিধা ভোগী মহল ব্যাংক কর্তৃপক্ষের নামে বিভিন্ন অপপ্রচার চালায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবরে অভিযোগ করে এর প্রেক্ষিতে রুপালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার রংপুর জোনাল শরিফুল ইসলাম, এসএম রবিউল ইসলাম (এজিএম) ও এএইচএম রায় হার (এসপিও) রুপালী ব্যাংক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত করেন। তদন্তে বেরিয়ে আসে অত্যান্ত আশ্চর্য হওয়ার মতো বেশ কিছু তথ্য যা চমকে দেয় উপস্থিত সাংবাদিকসহ তদন্ত কমিটিকে। ডেপুটি জেনারেল ম্যানেজার জোনাল অফিস রংপুর শরিফুল ইসলাম জানান, আমি সাধারণ গ্রাহক, পিএল ও ব্যবসায়ী ঋণ গ্রহিতাসহ অভিযোগকারীদের সাথে কথা বলেছি কাগজ-পত্রাদি আমি ও আমার তদন্ত টিম দেখেছে। তাদের কাগজপত্র ত্রæটিপূর্ণ চেই অব ডুকুমেন্ট মেলে না, এক অভিযোগ কারী ব্যাংক শাখার বন্ধক দেয়া জমি গোপনে বিক্রয় করে দিয়েছেন, ভ‚য়া খাজনার রশিদ ও ভ‚য়া ডিপি দিয়ে ব্যাংক শাখায় জমি বন্ধক দিয়েছিলেন, জাল দলিল ও রয়েছে, এগুলোর সঠিকতা ব্যাংকের ব্যবস্থাপক দৌলতুজ্জামান ও প্রিন্সিপাল অফিসার দীলিপ চন্দ্র পোদ্দার কতৃক চেকিং এ বেরিয়ে আসলে ঋণ গুলো স্থগিত করা হয়। অনৈতিক সুবিধা না পাওয়ার কারণেই বিভিন্ন ভাবে মিথ্যাচার করা হয়েছে। এর সাথে আরো ১টি ঘটনা আছে কিশোরগঞ্জ খাদ্য বিভাগের ০৬/০১/২০২০ইং তারিখে সিরাজুল ইসলাম নামের বিলের টাকা শামীম হোসেন তার চলতি হিসাব নং-১২৩৪ এর মাধ্যমে ভাঙ্গানোর চেষ্টা করলে বিধি বহিভ‚ত হওয়ায় ব্যাংক কর্মকর্তার কর্তৃক তা প্রদান করা হয়নি। পরবর্তীতে ঐ ব্যাংক কর্মকর্তাকে দেখে নেওয়ার কথা বলে বিলটি ব্যাংকের ভিতর ছিরে ফেলে বেরিয়ে যান, যার সিসি টিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। কোন ভাবেই প্রতারকদের ব্যাংকে স্থান হবে না। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। অপর দুই তদন্ত কর্মকর্তা এজিএম এস এম রবিউল ইসলাম ও এএইচএম রায় হার এসপিও রুপালি ব্যাংক বলেন, অভিযোগকারীদের কাগজপত্রে ত্রæটি রয়েছে ব্যাংক শাখায় পিএলও ব্যবসায়ী ঋণ নিতে ব্যাংক নিধারিত চার্জের বাহিরে অতিরিক্ত কোন টাকা লাগে না, গ্রাহক হয়রানির অভিযো সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী কাজী মেসার্স আনোয়ারুল ইসলাম, মেসার্স লাল মিয়া, মেসার্স কবির হোসেন এর মালিকগণ তদন্ত চলাকালীন সময়ে তদন্ত কমিটিকে জানান, অভিযোগ দরখাস্তে আমরা স্বাক্ষর করি নাই। একটি পক্ষ আমাদের ভ‚য়া নাম ব্যবহার করেছে রুপালী ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখার সার্ভিস অনেক ভালো ও বন্ধু সুলভ। গনেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির উপজেলা সভাপতি হেদায়েত হোসেন বলেন, ব্যবস্থাপক দৌলতুজ্জামান ও প্রিন্সিপাল অফিসার দীলিপ চন্দ্র পোদ্দার এই শাখাতে যোগদানের পর আমার সর্বচ্চ সেবা ও ঋণ সেবা পাচ্ছি। সুবিধাভোগী সকল শিক্ষক এই বিষয়ে এক মত পোষন করবেন। একেএম মাহমুদ শরিফ প্রধান শিক্ষক সরনজামারী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সাধারণ সম্পাদক আফতারুল ইসলাম সহকারী শিক্ষক আরজি চাঁদখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিজানুর রহমান, রেহেনা আক্তার সহকারী শিক্ষক গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কথা বলেন, রুপালী ব্যাংক সম্পর্কে, তিনি আরো বলেন, ঋণ নেবার পর ব্যাংক কর্তৃপক্ষকে ১ কাপ চা খাওয়াতে পারিনি। কিশোরগঞ্জ উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ঋন গ্রহীতা মেসার্স লুতু ট্রেডাস প্রোঃ লুৎফর রহমান (লুতু) বলেন, ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক আমার লোন আটকে দিয়েছিল আমি কাগজের ত্রæটি সংশোধনের পর ঋণ পেয়েছি। প্রিন্সিপাল অফিসার দীলিপ চন্দ্র পোদ্দার ও শাখা ব্যবস্থাপক দৌলতুজ্জামান ভালো লোক, জারা এই দূর্নীতির অভিযোগ তুলেছেন তাদের কাগজ পত্রে অবশ্যই সমস্যা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top