নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত ও আহত ১১

15.gif.png


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সৈয়দপুর সড়কে কর্মস্থলে যাওয়ার পথে ইপিজেড’র শ্রমিক বহনকারী অটোবাইকের সাথে নৈশ্য কোচের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১১জন আহত হয়েছে। শনিবার (২৭ ফেব্রæয়ারী) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জিসা এন্টার প্রাইজ কোচের সাথে কামারপাড়া এলাকায় ইপিজেড’র শ্রমিক বহনকারী অটোবাইকের সংঘর্ষের এ দূঘটনা ঘটে। ঘটনাস্থল হতে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও আটজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে গুরুতর আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে ইপিজেডের সনিক কোম্পানীর শ্রমিক মশিউর রহমান(৪০) মারা যায়। তিনি সদরের কানিয়ালখাতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গুরুতর আহত শ্রমিক বেবী আখতার, শাহিনা আখতার ও ইলিয়াস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া অন্যদের নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নীলফামারী থানার উপ-পরিদর্শক পরিতোষ চন্দ্র রায় জানান, সড়ক দূর্ঘটনায় বাসের ধাক্কায় অটোবাইকটি দুমরে মুচরে গেছে। ঘটনাস্থল হতে আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনা ঘটনো বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমল রায় বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার পথে মশিউর রহমান মারা গেছেন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আটজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top