পুলিশই সেবা নিয়ে যাবে মানুষের কাছে: সাংসদ আদেলুর রহমান

105.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বর্তমান সরকার পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। পুলিশ সদস্যরাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তারেই ফলশশ্রুতিতে অপরাধ কমানো, পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী ও মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতেই গোটা দেশের ন্যায় এ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল একথা বলেন।
মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে মাগুড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম । বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তদন্ত মফিজুল হক, মাগুড়া ইউনিয়ন বিট অফিসার এসআই নূরুন্নবী সরকার, মাগুড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাধারণ জনগণ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”। তাই জনগণের দোরগোড়ায় সেবা দোরগোড়ায় পৌছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম। এ কার্যক্রমের ফলে সাধারণ জনগণকে আর থানায় যেতে হবে না। তারা ঘরে বসেই নিজ ইউনিয়ন পরিষদে সেবা পাবেন। তিনি আরও বলেন, কথায় বিশ্বাসী নই, কাজেই আমরা বিশ্বাসী। তাই আমরা অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
পরে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top