কিশোরগঞ্জে প্রথম নারী ইউএনওর যোগদান

Kishoregonj-NEW-UNO-441x500-1.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন রোকসানা বেগম। তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ২৭ জুলাই দায়িত্বভার বুঝে নিয়ে ২৮ জুলাই বিকালে আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
এর আগে ২৮ জুলাই সকালে উপজেলার বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের প্রধানগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমর্চারীসহ সকলেই ইউএনও আবুল কালাম আজাদকে বিদায় সংবধর্না প্রদান করেন এবং সেই সাথে নবাগত ইউএনও রোকসানা বেগমকে বরণ করে নেন।
নবাগত ইউএনও রোকসানা বেগম ৩৩তম বিসিএসে একজন কর্মকর্তা। এর আগে রংপুর জেলার মিঠাপুকুর ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ছিলেন। এরপর তিনি নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এটিই তার প্রথম কর্মস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top