ডিসেম্বরের আগেই হলদিবাড়ী রেলপথের কাজ শেষ করা হবে: রেলপথ মন্ত্রী

22-18.jpg


এসএপ্রিন্সঃ বাংলাদেশ-ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসাবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ। আগামী ডিসেম্বর মাসের আগে চিলাহাটি-হলদিবাড়ী রেল লাইন পাতানোর কাজ শেষ করা হবে। দুই দেশের আলোচনার পর ডিসেম্বর মাসের যে কোন দিন উদ্বোধন হতে পারে। এই রেলপথটি চালু হলেই বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানে সাথে কম খরচে ব্যবসা বানিজ্য স্থাপন হবে। সেই সাথে এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও লাভ জনক রেলপথ।
আজ শুক্রবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশন হতে ভারতের সীমানা পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটারের মধ্যে ৬.২৫০ কিলোমিটার রেললাইন পাতানোর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রী আরো বলেন, চিলাহাটি-হলদীবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলেই বন্ধু প্রতিম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে,লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা।
এ সময় রেলপথ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে সচিব সেলিম রেজা, রেলওয়ে পশ্চিম জোনের মহাপরিচালক মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জিরুল আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top