এফডিসিতে ভোটের উৎসব

InShot_20240419_154732369.jpg

এস.এম.আহসান হাবীব বাবু।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন সদস্যরা।

শুক্রবার সকাল ৯টা থেকে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরিতে সাড়ে ৯টায় ভোট শুরু হয়।

এবারের নির্বাচনে প্রথম ভোট দেন অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক, নায়িকাসহ শিল্পীরা আসছেন এফডিসি প্রাঙ্গণে।

সকাল ১১ টার দিকে ভোট দিতে আসেন অভিনেতা আসাদুজ্জামান নূর।
এসময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনে ভোট দেওয়া আমার কর্তব্য, ভোট দিতে এসেছি, আমার পছন্দ অনুযায়ী শক্তিশালী প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রচার হবে, আমরা সেই অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচিত করব।

“নির্বাচনের পরে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নির্বাচন শুধু একটা নিয়ম, এটা একটা উৎসব।”
শিল্পী সমিতির প্রার্থীদের প্রতি কোনো প্রত্যাশা আছে কিনা জানতে চাইলে প্রবীণ এই অভিনেতা বলেন, “সকল শিল্পীদের যেটা প্রত্যাশা, আমারও প্রত্যাশা সেটাই। গতবছরের ঘটনার পুনরাবৃত্তি হওয়া বাঞ্ছনীয় নয়, আমরা সকলে একসঙ্গে কাজ করতে চাই।”

শিল্পী সমিতির প্রার্থীদের প্রতি কোনো প্রত্যাশা আছে কিনা জানতে চাইলে প্রবীণ এই অভিনেতা বলেন, “সকল শিল্পীদের যেটা প্রত্যাশা, আমারও প্রত্যাশা সেটাই। গতবছরের ঘটনার পুনরাবৃত্তি হওয়া বাঞ্ছনীয় নয়, আমরা সকলে একসঙ্গে কাজ করতে চাই।”

এবার নির্বাচনে ভোটার আছেন ৫৭০ জন। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top