চন্দ্রমোহন কুড়ার উপরে সাঁখোটি মেরামত করে দিলো জাগ্রত সোনারায়ের সদস্যরা

72714768_452736892344962_3491026981003198464_n.jpg

নীলফামারীর মেলা’র পিলার হতে দারোয়ানী রেলওয়ে স্টেশন বাজার নামক সড়কের ১১নং সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নলনী কাকার বাড়ির সামনে চন্দ্রমোহন কুড়ার উপরে একটি নির্মাণাধীন ব্রীজটি জনৈক ঠিকাদারের অবহেলার কারনে দীর্ঘ দিন যাবত ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকার ফলে, ব্রীজের দুই পারের মানুষকে চরম ভোগান্তিতে দিনাতিপাত করতে হচ্ছে। দুই পারের মানুষের জন্য কাছাকাছি আর কোন বিকল্প রাস্তা বা ব্রীজ না থাকার কারণে বাধ্য হয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁখো তৈরী করে চলাচলের ব্যবস্থা করে নেয়। কিন্তু সাঁখোটি প্রচুর জন-মানুষের চলাচলের কারণে বারবার নষ্ট ও ভেঙ্গে যাওয়ায় এলাকার মানুষজন, ইপিজেডগামী চাকুরীজীবি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীগণসহ সব শ্রেণীর মানুষ জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হচ্ছেন। এমতাবস্থায় আমাদের ১১নং সোনারায় ইউনিয়নের জাগ্রত সোনারায় নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সসমন্বয়ক ও নীলফামারী সদর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ আহসান হাবীব বাবু’র উদ্যোগে সম্প্রতি সাঁখোটি পুনরায় নির্মাণ এবং মেরামত করা হয়। নির্মাণকাজে জাগ্রত সোনারায়ের মূখ্য সমন্বয়ক-৩ রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় সমন্বয়ক নূর আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম, এরশাদ আলী, মুনেম হোসেন সুমন, নূরন্নবী, সামাদ, শেফাউল, আলম, মশিয়ার সহ উক্ত এলাকার নলিনী রায়, আফজাল মিস্ত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top