সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করনে সম্ভাব্য ব্যয় ১৫হাজার কোটি টাকা

Air-Minister_Nilphamari.jpg

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আজ সৈয়দপুর আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত হতে যাচ্ছে। এ বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে এখানকার সবকিছুই আন্তর্জাতিক মাত্রা পাবে। গতিশীলতা পাবে অর্থনৈতিক কর্মকান্ড।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি আরও বলেন, বিমানবন্দর করতে গিয়ে অধিগ্রহনে যারা ক্ষতিগ্রস্থ হবেন তাদেরকে সম্মানজনক অবস্থায় পুনর্বাসিত করা হবে। ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠাণ পূন:প্রতিষ্ঠিত করা হবে। এখান থেকে আমেরিকা, নিউইয়র্ক, ভারত, নেপাল, ভূটানসহ আশেপাশের দেশেও বিমান চলাচল করবে। আগামী বছরের প্রথম দিকে কাজ শুরু হবে। এতে ব্যয় হবে অন্তত: ১৫হাজার কোটি টাকা।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের লক্ষ্যে ভূমি অধিগ্রহনসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা সমুহ হস্তান্তরের বিষয়ে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান নুর এমপি, আদেলুর রহমান এমপি, মোস্তাফিজার রহমান ফিজার এমপি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্মামী, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আশরাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top