সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপির জমজমাট প্রচারণা : সর্বমহলের অকুন্ঠ সমর্থন

Photo-24-02-21.jpg


মিজানুর রহমান মিলন: আর মাত্র ৩ দিন পর অর্থাৎ ২৮ ফেব্রæয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার।
সদ্য দলে যোগ দেয়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরীর নেতৃত্বে জেলা, থানা ও পৌর বিএনপিসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়র পদে তাদের প্রার্থীর বিজয়ের জন্য বিরামহীন কাজ করে যাচ্ছেন। তাদের তৎপরতায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে।
শুক্রবার মধ্যরাতের পর থেকে সব ধরণের প্রচারণা শেষ হবে। এ বিষয়টিকে মাথায় রেখে দলের সর্বস্তরের নেতা কর্মীসহ ধানের শীষের সমর্থকরা সেই কাকডাকা ভোর থেকে গভীররাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা ও সভা সমাবেশ। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ওইসব সমাবেশে অংশ নিয়ে বিরামহীন গণসংযোগে অংশ নিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মো. রশিদুল হক সরকার।
এসব সভা সমাবেশ ও গণসংযোগে ভোটারদের অকুন্ঠ সমর্থন মিলছে বিএনপির প্রতি। নিরহংকার ও ক্লীন ইমেজের কারণে ধানের শীষের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে ৯৩ হাজার ৯৩৮ জন ভোটারের এ পৌরসভায় মেয়র পদের আসনটি ধরে রাখতে দলের নেতাকর্মীরা এখন প্রচারণায় মহা ব্যস্ত। দলের নেতাকর্মীসহ সকলের আশা ভোটাররা যদি নির্ভয়ে ভোট সেন্টারে গিয়ে তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারে তাহলে বিএনপির বিজয় সুনিশ্চিত।
দলটির সূত্র জানায়, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় সভা সমাবেশ ও গণসংযোগে প্রয়াত মেয়র আমজাদ হোসেন সরকারের আমলে পৌর এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করাসহ পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার করে। প্রয়াত মেয়র আমজাদ হোসেন সরকারের ছোট ভাই রশিদুল হক সরকারকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহŸান জানানো হচ্ছে ওইসব সভা সমাবেশ ও গণসংযোগে।
এসব সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য বলছেন সদ্য দলে যোগ দেয়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বর্তমানে বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী, জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাড. এসএম ওবায়দুর রহমান, মো. শামসুল আলম, প্রভাষক শওকত হায়াৎ শাহ, বজলার রহমান, আব্দুল খালেক, শফিকুল ইসলাম জনী, শেখ বাবলু, রেয়াজুল হক লিটন, ডা. জহুরুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রাং, জেলা ছাত্রদল সভাপতি রিজওয়ান আকতার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, মহিলা দলনেত্রী রহিমা খাতুন ময়নাসহ ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ওইসব নির্বাচনী কর্মসূচিতে অসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণ ভোটারদের আরও উৎসাহিত করছে বিএনপির পক্ষে। বাড়ছে ধানের শীষের জনপ্রিয়তা।
এদিকে বিএনপি মনোনীত মেয়র পদে রশিদুল হক সরকারের নির্বাচনী প্রচারণায় অন্যান্যদের পাশাপাশি প্রচারণায় বাড়তি আকর্ষণ হচ্ছে মহিলা দলের নেতৃত্বে হাজার হাজার নারীর অংশগ্রহণ। সকলের মতো তারাও নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন তারা। সব মিলিয়ে বিএনপির জমজমাট প্রচারণায় গোটা এলাকায় জোয়ার উঠেছে ধানের শীষের। এ প্রসঙ্গে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, প্রভাষক শওকত হায়াৎ, আব্দুল খালেক, শামসুল আলমসহ একাধিকজনের সাথে কথা বললে তারা জানান, সৈয়দপুর পৌরসভা নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে অন্যান্যবারের মত এবারও বিএনপির মেয়র প্রার্থীর বিজয় সুনিশ্চিত। তাদের বক্তব্য সৈয়দপুর পৌর এলাকা হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি। তাই ভোটাররা যদি ভোট সেন্টারে গিয়ে নির্বিঘেœ ভোট দিতে পারে তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি তারা। নেতৃবৃন্দ অন্যান্যবারের মত এবারও যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়, সেজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গতঃ এবারের নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছাড়াও আরও ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক মেয়র প্রয়াত আখতার হোসেন বাদলের সহধর্মিনী রাফিকা আকতার জাহান বেবি (নৌকা) জাপা মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক (লাঙ্গল) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন)। ২৮ ফেব্রæয়ারির ওই নির্বাচনে বিএনপি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে পৌরবাসীর ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top