সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান।

received_849342732487292.jpeg


সৈয়দপুর প্রতিনিধি।
শীতকালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে আজ ২৩ শে নভেম্বর সোমবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাঁচমাথা মোড় এলাকায় মাক্স বিহীনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম।

ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৯৬০ সালের দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ৩৬ জনকে আর্থিক জরিমানা করে। এ সময় সাড়ে ৭ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলমান। সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top