কিশোরগঞ্জে বঙ্গবন্ধু বিনোদন কেন্দ্রের উদ্বোধন

0000000.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পড়া লেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে জন্য প্রয়োজন বিনোদন। স্কুলের গন্ডি খেলাধুলার স্থান এখন নেই বললেই চলে। এতটুকু স্থানও নেই সব স্কুলে। নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র ও খেলার উপকরণ। নামমাত্র বিনোদন কেন্দ্র বেসরকারি ভাবে গড়ে উঠলেও সেখানে প্রয়োজন হয় অর্থের। এসব বিষয় মাথায় রেখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার অদূরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেসবা বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সংলগ্ন ধাইজান নদীর তীরবর্তী মনোরম পরিবেশে কবি নজরুল ফাউন্ডেশনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিনের উদ্দ্যোগে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্থ্য ধারার চিত্ত-বিনোদনের চর্চার জন্য বঙ্গবন্ধু‘ বিনোদন কেন্দ্র’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। শনিবার বিকেলে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল। কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে ও রিয়াদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু, কথা সাহিত্যিক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এ এইচ এম আহসানুল হক চন্দন প্রমুখ। এ সময় উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্র এলাকায় এই প্রথম। শিশু বিনোদন কেন্দ্র শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধন আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top