গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রæত বিচার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

Nilphamari-Pic-Times.jpg

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রæত বিচার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু চত্ত¡রে বিক্ষোভ সমাবেশ শেষে সেদিনের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে বক্তৃতা দেন নারী সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মাসুদ আলাল প্রমুখ।

বক্তারা ২১ আগস্টের ঘৃণ্য হামলা ও হত্যাকাÐের সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top