নীলফামারীতে সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন ১৮বন্দি

image_2020_05_14_1589451261_89.png.jpg


স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার পর্যন্ত করোনার প্রভাবে সরকারের সাধারণ ক্ষমায় নীলফামারী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮জন বন্দি।
চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, মাদকসহ বিভিন্ন মামলায় এদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সাজা হয়েছিলো তাদের বিরুদ্ধে আদালত থেকে।
জেলা কারাগার সুত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩১জনের মুক্তি চেয়ে প্রস্তাবনা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে। এদের মধ্যে ১৮জনের তালিকা আসে। তাদের মুক্তি দেয়া হয় পর্যায়ক্রমে।
জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে যাদের অর্থদন্ড ছিলো তাদের অর্থদন্ড পরিশোধ করার প্রমাণ পত্র নিয়ে ছাড়া হয়।
মন্ত্রনালয় থেকে নির্দেশনা আসলে পরবর্তিতে বাকিদেরও মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ১ মাস থেকে ৮আট মাস পর্যন্ত সাজা মওকুফ করা হয় সরকারের আদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top