নীলফামারী পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা

Nilphamari-Municipality-30.jpg


এসএপ্রিন্সঃ নীলফামারী পৌরসভা ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৬৭ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৩৫টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলানায়তনে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। করোনা পরিস্থিতির কারণে জনসমাগম যেন না ঘটে সে জন্য বাজেট ঘোষণা অনুষ্ঠানটি ক্যাবল টিভি অপারেটরের মাধ্যমে সরাসরি দেখানো হয় এবং উপস্থিত সাংবাদিক ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র। বাজেট ঘোষণার পর নীলফামারী পৌরসভার বিভিন্ন কার্যক্রম, পরিকল্পনা এবং সমস্যা সমাধান নিয়ে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দেন মেয়র। বাজেটে রাজস্ব আয় ৬ কোটি ৭৮লাখ ৫৩হাজার ৩৫ টাকা এবং ব্যায় ৬কোটি ৭১লাখ ৯২হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ৬লাখ ৬১ হাজার ৩৫টাকা। বাজেটে উন্নয়ন আয় ও ব্যয় দেখানো হয়েছে ৬১কোটি ৮লাখ ৫০ হাজার টাকা। সমাপনি স্থিতি শুণ্য এবং সার্বিক বাজেট উদ্ধৃত প্রারম্ভিক স্থিতি সহ সর্বমোট ৩৮লাখ ৮২হাজার ১শত ৪৯ টাকা। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, পৌরসভার সচিব মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য ইসরাত পল্লবীসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top