নীলফামারীতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশননের “সমাজ পরিবর্তনে শিক্ষার্থী ২০২৩ ” প্রচারাভিযান

received_1072890393608778-2.jpeg


ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক গৃহিত ” সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ” শীর্ষক প্রচারাভিযাননের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) দারোয়ানী দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও ডিউ ড্রপ মডেল স্কুলে সচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন করে। তাদের মধ্যে মো: জাহিদ হাসান ( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ), মোছা: হুরায়রা খানম জুঁই ( তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), আকাশ চন্দ্র রায়( ফরাসি ভাষা ও সংস্কৃতি), তাহমিদ হাসান( আরবি বিভাগ) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে প্রচারাভিযানে অংশগ্রহন করে। উক্ত প্রচারাভিযানে নীলফামারি জেলার জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ এবং উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান সার্বিক ভাবে সহায়তা করেন। প্রচারাভিযানে উভয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের কে সমাজ পরিবর্তনে শিক্ষার্থীরদের করণীয় সম্পর্কে অভিহিত করা হয়। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এসব সামাজিক ব্যাধি কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে এবং প্রতিকারে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ উক্ত প্রচারাভিযানের গুরুত্ব ব্যক্ত করেন এবং সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক ও সম্পাদক: শাহ আহসান হাবিব বাবু
মোবাইল: 01713779257
ইমেইল: babu.nilphamari@gmail.com / npmtimes@gmail.com
অফিস: দারোয়ানী, নীলফামারী সদর, নীলফামারী।
কপিরাইট © নীলফামারী টাইমস কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত।
scroll to top