নীলফামারীতে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

IMG_2020.jpg

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে ব্যাটারী চালিত অটোরিকসার ধাক্কায় নিহত কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র সাইমুন হাসান সিফাতের অকাল মৃত্যুর প্রতিবাদে সহপাঠীসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর-নীলফামারী প্রধান সড়কে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, উত্তরাশশী নূরানী তালিমুল কুরআন কিন্ডার গার্টেন মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান সিদ্দিকী, শিক্ষক জাহাঙ্গীর আলম ও জিয়াউর রহমান। বক্তারা ইঞ্জিন চালিত সকল প্রকার যান চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতা মূলক, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যান বাহনের গতি কমাতে হবে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় গতিরোধক দেয়ার দাবি তুলে। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে টিফিন খাওয়ার জন্য প্রথম শ্রেনীর ছাত্র সিফাত রাস্তার পার হতে গেলে ব্যাটারি চালিত অটোরিসকার ধাক্কায় সে প্রাণ হারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top