ডিমলায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

chikitsa-seba-09.06.20.jpg


ডিমলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাসের কারনে চিকিৎসা সেবা বঞ্চিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামুল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা সদরের ফরেষ্ট বাজার মাঠে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির সরকার কাননের আয়োজনে ও ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, নীলফামারী জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় ও আয়েশা সিদ্দিকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাযেম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন, রংপুর সরকারী মেডিকেল কলেজের এমবিবিএসপিজিটি(মেডিসিন) ডাঃ সোহাগ হোসেন। সাইয়েন কাদির বলেন, পয্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top