জলঢাকায় ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে মেধাবী শিক্ষার্থী মাসুদ রানা


জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ষড়যন্ত্রের জালে মাদক মামলায় গ্রেফতার হয়েছে রংপুর কারমাইকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মাসুদ রানা। এলাকাবাসীর জানায়, মাসুদ রানা যখন তৃতীয় শ্রেণীর ছাত্র তখন তার বাবা মারা যায়, তারপর থেকে বিধবা মা ও পরিবারের সহযোগিতায় প্রাথমিকের গন্ডি পেরিয়ে কলেজে পড়াশোনা চালিয়ে মেধাবী হয়ে ওঠে। মাসুদ রানা গোলনা ইউনিয়নের ২নং ওয়ার্ড চিড়াভিজা গোলনা গ্রামের চেয়ারম্যান পাড়ার মৃত জামিয়ার রহমানের ছেলে। মাসুদ রানা রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। পরিবারের অসচ্ছলতা থাকায় জলঢাকা পৌরসভাধীন একটি ম্যাচে থেকে প্রাইভেট পড়িয়ে নিজের ও পরিবারের খরচ জোগান। এরই মধ্যে পুলিশের এএসআই পদে আবেদন করে পরিক্ষায় অংশ নিয়ে ভাইবা দিতে ঢাকায় যান, ফিরে এসে জলঢাকা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড মুদিপাড়ায় ম্যাচে উঠেন এবং পাশের বাসায় প্রাইভেট শেষে আবারও ম্যাচে আসলে ১২মে গোপন সংবাদের ভিত্তিতে থাকার রুম তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ইয়াবাসহ মাসুদ রানাকে গ্রেফতার করেন জলঢাকা থানা পুলিশ। পরে আলামতসহ এজাহার করে আদালতে প্রেরণ করে। তবে এলাকাবাসীর দাবী এটি ষড়যন্ত্র। সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।
এ বিষয়ে মামলার বাদী এস আই সজল বলেন, আলামতসহ আসামী গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top