নীলফামারীতে সরকারীভাবে গম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Nil-Pic-4.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে এক হাজার ১২০ টাকা মন দরে (২৮ টাকা কেজি) সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য বিভাগের আয়োজনে আজ বৃহ¯পতিবার(১৬ এপ্রিল) দুপুরে সদর খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ।
প্রথম দিনে দুজন কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন গম সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ কর্মসুচী চলবে। ২৮ টাকা কেজি দরে কৃষকরা সরকারিভাবে গুদামে গম দিতে পারবেন। ছয় উপজেলায় ১ হাজার ৯৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে এবারের মৌসুমে। এর মধ্যে নীলফামারী সদরে ৪৪২ মেট্রিক টন, ডোমার উপজেলায় ২১১ মেট্রিক টন, ডিমলা উপজেলায় ১৭৪ মেট্রিক টন, জলঢাকা উপজেলায় ১৫৪ মেট্রিক টন, কিশোরগঞ্জ উপজেলায় ৫১ মেট্রিক টন এবং সৈয়দপুর উপজেলায় ৬৪ মেট্রিক টন গম সরকারিভাবে ক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top