শহীদ দিবসে জাতীয় পতাকা ওড়েনি নীলফামারী সদর উপজেলা গোড়গ্রাম উপ স্বাস্থ্য কেন্দ্রে

InShot_20240222_231037675.jpg

রাশেদুর রহমান সুমন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্বরনে দেশের সকল সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও মানেনি গোড়গ্রাম উপ স্বাস্থ্যকেন্দ্র।
বুধবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এই স্বাস্থ কেন্দ্রে জাতীয় পতাকা দেখা যায়নি।
বাংলাদেশের পতাকা বিধিমালার ৬(১) বিধিতে বলা হয়েছে, ‘সরকারি ভবন ও অফিসসমূহে সকল কর্মদিবসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে’। আর ৪(২) বিধিতে বলা হয়েছে, ‘২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

পতাকা উত্তোলন না করার বিষয়ে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল মুঠো ফোনে বলেন, আমরা নির্দেশনা দিয়েছি যদি তারা পতাকা উত্তোলন না করে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top