নীলফামারীর রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অপপ্রচারে লিপ্ত একটি মহল

Nilphamari-pic-23.04.2021001-2.jpg


স্টাফ রিপোর্টারঃ এলাকার কতিপয় ব্যাক্তি করোনাকালীন সময় বিদ্যালয় থেকে অনৈতিক সুবিধা ভোগ করতে না পারায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনলাইন নিউজ পোর্টালে বিদ্যালয় কর্তৃপক্ষ জেএসসির রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে, একটি সংবাদ প্রকাশিত হয়। সত্য নয় সাংবাদিককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করা হয়েছে। যা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের সুনাম ক্ষুন্ন করেছে। বোর্ড নির্ধারিত ১০৪ টাকা ও তার সাথে তিন মাসের বেতন চাওয়া হয়েছে। যারা স্বচ্ছল তাদের কাছে। করোনাকালীন সময় থেকে বিদ্যালয়টির পাঁচ মাসের অধিক বিদ্যুৎ বিল বাকি পড়ে রয়েছে। এ বিষয়টিকে পুঁজি করে কতিপয় ব্যক্তি মিথ্যা ও বিভ্রন্তি মুলক অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহেদুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top