নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপির-জামায়াত প্রার্থী জয়ী

Nilphamari-Bar-Assaciation.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত আর সভাপতিসহ ৫টি পদে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবি বিজয়ী হয়েছেন। রবিবার রাতে ভোটের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রির্টানিং অফিসার অ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরী।
ফলাফল অনুযায়ী সভাপতি পদে সাবেক পিপি মমতাজুল হক (আওয়ামীলীগ), সহ-সভাপতি আহজারুল ইসলাম (আওয়ামীলীগ), সাধারণ সম্পাদক পদে আল ফারুক আব্দুল লতিফ (জামায়াত), সহ-সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী (বিএনপি), কোষাধ্যক্ষ এটিএম ফেরদৌস আলম(বিএনপি), ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আজাদ (জামায়াত), লাইব্রেরি সম্পাদক গোলাম মোস্তফা সজীব(বিএনপি) নির্বাচিত হন। নির্বাচিত কার্য নির্বাহী ৭জন সদস্যরা হলেন, মুজাক্কির বিন মর্তুজা(দূর্লভ চৌধুরী)(আওয়ামীলীগ), মু. মামুনুর রশিদ পাটোয়ারী(জামায়াত), মালা জেসমিন(বিএনপি), আফতাবুজ্জামান বিপ্লব(আওয়ামীলীগ), আল বরকত হোসেইন(আওয়ামীলীগ), জুলফিকার আলী ভুট্ট(জামায়াত) ও আকবর হোসেন(বিএনপি)।
সমিতির ১৮১ জন ভোটারের মধ্যে ১৭০ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারে আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৩০ জন প্রার্থী।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ফোরামের নীলফামারী জেলা শাখার সভাপতি এসএপ্রিন্স, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হিসাব রক্ষক আসাদুজ্জামান প্রামানিক পিন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top