নীলফামারী সরকারী মহিলা কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

nnnnnnnn.jpg


এসএপ্রিন্স: নীলফামারী সরকারী মহিলা কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন প্রফেসর ওবায়দুল আনোয়ার। তিনি পূর্ববতী অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অধ্যক্ষ দিদারুল ইসলাম নীলফামারী সরকারী কলেজে যোগদান করলে অধ্যক্ষের পদটি শুন্য হয়। শুক্রবার সকালে ফুলদিয়ে নবাগত অধ্যক্ষকে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার ১৫ই নভেম্বর ১৯৯৩ইং তারিখে নীলফামারী সরকারী কলেজের গনিত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে কারমাইকেল কলেজে সহকারী অধ্যাপক ও সরকারী কুষ্টিয়া কলেজে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও ২০১০ সালের নভেম্বর থেকে ২০১২ সালের ২১ জুন পর্যন্ত ডোমার সরকারী কলেজে উপাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। কিছু দিনের জন্য মাউশিতেও এস ডি হিসাবে কর্মরত ছিলেন। নীলফামারী সদর উপজেলায় দুইটি সরকারী কলেজে দুইজন গুনী, কর্মক্ষম, সৎ ও নিষ্টাবান অধ্যক্ষ পেয়ে শিক্ষক ও শির্ক্ষাথী, অভিভাবকদের মাঝে আশা ও উৎসাহ লক্ষ করা যাচ্ছে। সবার আশা শিক্ষায় পিছিয়ে পড়া এই জেলায় শিক্ষারমান উন্নয়নে গঠন মূলক ভুমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top