লকডাউন দেওয়াকে কেন্দ্র করে সৈয়দপুরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

soyodpur.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুর গোলাহাটের রেল কলোনিতে লকডাউন দেওয়াকে কেন্দ্র করে আশিকুজ্জামান সুমন (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বখাটেরা। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে।
আহত সুমন উপজেলা শহরের ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় করোনা ভাইরাসে অন্য এলাকার লোক যাতে আসতে না পারে সেজন্য বাঁশের বেড়া দেন একই মহল্লার সিদ্দিক আলী। এতে বাধা দেন পাশের বাড়ির আমির উদ্দিন, আব্দুর রহমান, ফিরোজ, রাকিবসহ অনেকে। এক পর্যায়ে বাঁশের বেড়া ভেঙে ফেলেন তারা। এ ঘটনায় হাতাহাতির সময় ফিরোজা বেগম নামের একজনের হাতও ভেঙ্গে যায়।
আব্দুর রহমানরা সিদ্দিকের পরিবারকে দেখে নেওয়ারও হুমকি দেয়। পরে তারা এলাকার ৫০/৬০জন মিলে সিদ্দিকের বাসায় হামলা চালায়। এতে সিদ্দিকরা ভয়ে বাসার দরজা বন্ধ করে দেয়। ঘটনা শুনে সিদ্দিকের জামাতা আশিকুজ্জামান সুমন ঘটনাস্থলে এলে বখাটেরা তাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় সুমন কোনও রকম জীবন বাঁচাতে পাশের দোকানে ঢুকলে সেখানেও তাকে আঘাত করা হয়। সুমন গুরুতর আহতাবস্থায় মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রæত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওযা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top