ডিমলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

2222222.jpg


বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা প্রতিনিধি:“কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিমলা বিএমআই কলেজ চত্ত¡রে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী (ডোমার-ডিমলা)-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, রিনা মৈত্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কলেজ চত্ত¡রে দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯টি স্টল স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top