নীলফামারী সৈয়দপুর সরকারী কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে অধ্যক্ষের কক্ষে তালা দিল ছাত্রলীগ।

FB_IMG_1711386225671.jpg

রাশেদুর রহমান সুমন
স্টাফ রিপোর্টার।

সৈয়দপুর সরকারি কলেজে জয় বাংলা–জয় বঙ্গবন্ধু’ স্লোগান না দেওয়ায় অধ্যক্ষের অপসারনের দাবীতে ২৪ মার্চ ( রবিবার) অধ্যক্ষের কার্য্যলয়ে তালা ঝুলিয়েছে সৈয়দপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ। তালা ঝোলানোর পাশাপাশি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতা কর্মীরা। সমাবেশ থেকে অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে ‘সৈয়দপুর সরকারী কলেজে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান না দেওয়ার অভিযোগ তুলে কিছুদিন ধরে অধ্যক্ষের অপসারণে দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা’ স্লোগান সংবলিত পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। এতে আরও লেখা হয়েছে, ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে।’

পরে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কক্ষের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন–শাখা ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনি ও সাধারণ সম্পাদক মো. আকাশ সরদার।
সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়নি। তারা কলেজ অধ্যক্ষ ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তোলেন। সমাবেশ থেকে তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আতিয়ার রহমান মোবাইল ফোনে বলেন, ‘সরকারি কাজে আমি ঢাকায় অবস্থান করছি। আমার অফিস কক্ষে তালা ঝোলানোর বিষয়টি শুনেছি।’
অধ্যক্ষ ড. মো আতিয়ার রহমান আরো বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ কলেজের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। ওই দিন আমি সরকারি একটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রংপুর অবস্থান করছিলাম। অথচ আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। আর প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করণীয় তা আমি করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top