নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু


স্টাফ রির্পোটারঃ নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। এ সময় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৭২৩ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭৫ হাজার ৫৮৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এক হাজার ৫৮৭টি কেন্দ্রে ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এসব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তিন হাজার ১৭৪ জন ও সুপারভাইজার থাকবেন ১৯১ জন।
জেলায় মোট তিন লাখ ছয় হাজার ৩১২জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top