আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের বিশ^াস করি নীলফামারীতে বিএনপি-র সম্মেলনে মির্জা ফকরুল

BNP-PIC-03.jpg

এসএপ্রিন্স নীলফামারী ঃ বিএনপি একটা উদারপন্থি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ^াস করি। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের বিশ^াস করি। বিএনপি কোন দাঙ্গাবাজ, উগ্রবাদ বা বিপ্লবী রাজনৈতিক দল নয়। আমাদের হাতে কোন বন্দুক পিস্তল নেই। জনগনকে সুসংগঠিত করে নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি। বৃহস্পতিবার নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে নীলফামারী জেলা বিএনপি-র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা অত্যান্ত কঠিন সময়ের মধ্যে দিন পার করছি। শুধু বিএনপি নয়, বাংলাদেশ একটি কঠিন ও জটিল রাজনৈতিক সংকটে আছে। সংকটটি কি, সেটি হচ্ছে গণতন্ত্র এখন এখানে আর নেই।
তিনি আরো বলেন, আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। কেন যুদ্ধ করেছিলাম, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাব বলে, আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পাব, আমরা আমাদের দেশ আমরাই শাসন করবো এবং মুক্ত অবস্থায় করবো। এর আগে পাকিস্তানীরা আমাদেরকে শোষণ করেছে। তারা শোষন করেছে, শাসন করেছে, দমন নীতি চালিয়ে। এর আগে বৃটিশরাও করেছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা যে স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছি, যে চিন্তা, চেতনায় নিয়ে যুদ্ধ করেছিলাম, তাকি পুরণ হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা জানি সরকার একটা ফ্যাসিবাদী সরকার। এ সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রন করছে। এ সরকার পুলিশ র‌্যাব দিয়ে নির্বাচনী ফলাফলকে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, সম্মেলনে সভাপতি পদে আ ফ ম আলমগীর সরকার ও সাধারন সম্পাদক পদে জহুরুল আলমকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। তবে ১৫১সদস্যের জেলা কমিটির অন্যান্যদের নাম ঘোষনা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top