ডিমলায় ৬৭ ভারতীয় গরু উদ্ধার

Nilphamari-Pic-4.jpg

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ৬৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বাবুরহাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। এসময় ওই গরু চোরাচালানীর সঙ্গে যুক্ত সন্দেহে বাবুরহাট গ্রামের মোশাররফ হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারত থেকে গরু এনে বিক্রি করে আসছে এলাকার একটি পাচারকারী চক্র। রবিবার পুলিশ খবর পেয়ে ৬৭টি গরু উদ্ধার করে থানায় নেয়। সাথে মোশাররফ হোসেনকে আটক করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ রবিববার বিকালে বলেন,“বাবুরহাট এলাকা থেকে ৬৭টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। এসব গরুর মালিকানার স্বপক্ষে কোন কাগজপত্র নেই। বর্তমানে গরু থানা হেফাজতে রয়েছে। পাচারকারী সন্দেহে মোশাররফ হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।
তিনি জানান, অবৈধ পথে ভারত থেকে গরু এনে ভুয়া মালিকানার কাগজ তৈরী করে ব্যবসা করে আসছিল একটি চক্র। এমন খবরে রবিবার সহকারী পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top