নীলফামারীতে শিশুর গলিত লাশ উদ্ধার

Chail.jpg


স্টাফ রিপোর্টারঃ অবৈধ বলে কি হত্যা করে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে হবে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নীলফামারী শহরে। গতকাল মঙ্গলবার (১৬ জুন/২০) গভীর রাতে নীলফামারী সরকারি হাসপাতাল সড়কের শান্তিনগর পাড়ার জিবি মটরসের সংলগ্ন রাস্তার পাশে চারমাসের এক শিশুর গলিত লাশ পড়ে থাকতে দেখা গেছে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিনসহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশের সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে। অনেকের ধারনা কারো অবৈধ ফসল বলেই নবজাতকটিকে হত্যা করে ফেলে দেয়া হয়।
সচেতন মহল বিষয়টি তদন্ত করে দোষিদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন জানান, এরকম ঘটনা খুবই দুঃখজনক, মানুষের মাঝে মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে, সেই কারনেই এরকম আইনপরিপন্থী কাজ ঘটছে। বিষয়টি তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top