সৈয়দপুরে সরকারিভাবে পাঁচশত মটর শ্রমিকের মাঝে চাল বিতরণ

saidpur-pic16-04-20.jpg


সৈয়দপুর প্রতিনিধিঃ প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাঁচশত শ্রমিকের মাঝে সরকারিভাবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই চাল বিতরণ করা হয়।
এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এবং সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা আখতার হোসেন বাদল।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মনছুর আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার, প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউয়িনের এক সদস্যের হাতে ১০ কেজি ওজনের চালের ব্যাগ তুলে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও নাসিম আহমেদ।
ওই দিন সরকারিভাবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পাঁচশত শ্রমিকের মধ্যে ১০ কেজি করে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top