জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে ডোমারে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা

1.-pio-pic.jpg


ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ “দূর্যোগ ঝুঁকি হ্রাসে, পূর্ব প্রস্তুতি, টেকশই উন্নয়নে, আনবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের গত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, ভবিষ্যত পরিকল্পনা, ভালো অনুশীলন ও ইনোভেশনগুলো একীভূত করে তুলে ধরেন। শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ফায়ার স্টেশন কর্মকর্তা ফরহাদ রেজা, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল হকসহ জাতীয় দৈনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top