প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি আফতাব।

received_1122232819134446.jpeg

রাশেদুর রহমান সুমন

দ্বাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আফতাব উদ্দিন সরকার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

সদস্য ৯ বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), আবুল কালাম (নাটোর-১), এস এম সাহাজাদা (পটুয়াখালী-৩), এইচ এম বদিউজ্জামান (বাগেরহাট-৪), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১) ও গোলাম সারোয়ার টুকু (বরগুনা-১)।

উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আফতাব উদ্দিন সরকার ১৯৭৩-১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডিমলা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আফতাব ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন জয়লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top