নীলফামারীতে আন্তঃস্কুল ও মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

FB_IMG_1697378578436.jpg


আজ রবিবার (১৫ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ) সকাল ১১.০ ঘটিকায় নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে শিশিরবিন্দু ডিবেটিং সোসাইটি নীলফামারী কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে জনাব আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-২ মহোদয়ের দিকনির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় নীলফামারী সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রাবেয়া বালিকা বিদ্যানিকেতন ও বাবরীঝাড় দি-মুখী উচ্চ বিদ্যালয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর, মাননীয় সংসদ সদস্য, নীলফামারী ২। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম শোয়েব, চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন ,বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোঃ আহসান রহিম মঞ্জিল, আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী; জনাব মোঃ আবুজার রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী সদর; জনাব শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী সদর।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ দিদারুল ইসলাম, অধ্যক্ষ, নীলফামারী সরকারি কলেজ।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে বাবরীঝাড় দি-মুখী উচ্চ বিদ্যালয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত বিচারক মন্ডলী; সুধীবৃন্দ; বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top