নীলফামারীতে গ্রীষ্মকালীণ পেঁয়াজ ফসলের জন্য বীজসহ কৃষি উপকরণ বিতরণ

Nilphamari-pic-27.06.22.jpg


স্টাফ রির্পোটারঃ নীলফামারীতে সোমবার বিকালে গ্রীষ্মকালীণ পেঁয়াজ ফসলের জন্য বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
২০২১-২২ অর্থবছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান ও কৃষিবিদ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষক দিলীপ কুমার রায় প্রমূখ।
সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৮০জন কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি সার ২০ কেজি, সেচ, শ্রমিকসহ অন্যান্য কৃষি উপকরণ বাবদ নগদ অর্থ সহায়তা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top