নীলফামারীতে ঝড়ে সরকারি গাছ পড়ে ৯ দিনেও মুক্তি মেলেনি অবরুদ্ধ পরিবারটির


এসএপ্রিন্সঃ নীলফামারী জেলা সদরে বাড়ীর ওপর সরকারি একটি গাছ ভেঙ্গে পড়ে অবরুদ্ধ একটি পরিবারের নয় দিনেও মুক্তি মেলেনি। গাছটি অপসারণ না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি।
গত ১৭ মে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কিষামত গোড়গ্রারে নজরুল ইসলামের বাড়ীর ওপর ঝড়ে ওই আম গাছটি ভেঙ্গে পড়ে। সরকারি গাছ হওয়ায় ওই পরিবার বা এলাকাবাসী পারছেন না অপসারণ করতে। ফলে ঝড় বৃষ্টির মধ্যে গাছের চাপায় ভেঙ্গে পড়া ঘরেই ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে শিশুসহ পরিবারের ছয় সদস্যকে।
ওই পরিবারের সদস্যদের অভিযোগ, ঝড়ে গাছটি ভেঙ্গে পড়ার সঙ্গে মৌখিকভাবে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এতে কোন কাজ না হওয়ায় গত ২২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। এরপরও গাছটি সরানো হয়নি। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে না পারায় ঝড় বৃষ্টির মধ্যে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই বাড়ীর পাশে পাকা সড়কের ধারের অনেক পুরাতন একটি আম গাছ উপড়ে পড়ে আছে বাড়িটির ওপর। গাছের চাপায় বাড়িটির তিনটি ঘরই দুমড়ে মুচড়ে পড়ে আছে। নিরুপায় পরিবারের সদস্যদের ওই ভাঙ্গা ঘরেই বসবাস করছেন।
এসময় নজরুল ইসলাম (৪৫) বলেন, ‘গত ১৭ মে রাতে প্রচন্ড ঝড়ে গাছটি ওপরে পড়ে আমার বাড়ীর ওপর। গাছটি বড় হওয়ায় একসঙ্গে তিনটি ঘর চাপা পড়ে। ঘটনাটি রাতের হওয়ায় ঘরের ভেতর আমরা সকলে আটকা পড়ি। প্রতিবেশীরা এসে আমাদেরকে উদ্ধার করলে প্রাণে বাঁচি। কিন্তু ওই গাছটি সরকারি হওয়ায় এখন অপসারণ করতে পারছি না। পাশপাশি সরকারি লোকজনকে জানানোর হলেও তারা অপসারণ না করায় এক সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছি।’
তিনি জানান, গাছটি ভেঙ্গে পড়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এরপর পাঁচদিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না হওয়ায় গত ২২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। সোমবার সন্ধ্যার আগে উপজেলা প্রশাসনের দুইজন কর্মচারী এসে পরিদর্শণ করে গেলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
নজরুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২৫) বলেন, ‘সরকারি গাছের কারণে আমরা সরাতে পারছি না। জানানোর পরও সরকারি কোন লোকজন আসছেন না। ফলে ভাঙ্গা ঘরের ভেতর ছোট বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। কখন আবার ঝড় আসে তারতো কোন ঠিকানা নাই। এবার ঘর আসলে ভাঙ্গা ওই গাছের চাপায় সকলে মরতে হবে।’
প্রতিবেশি আব্দুল লতিফ (৫০) বলেন, ‘দিনমজুর ওই পরিবারটি গত সাতদিন ধরে জিম্মি দশায় পড়ে আছে। আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা না থাকায় বৃষ্টি বাদলের মধ্যে ভাঙ্গা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। সরকারি গাছ হওয়ায় আমরা প্রতিবেশিরাও গাছটি সরাতে পারছি না। সরকারি লোকজনকে জানানো হলেও তারা কর্ণপাত করছেন না।’
খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান বলেন,‘গাছটি অপসারণ করা জরুরী। আমরা গাছটি কাটার ব্যাপারে ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছি। ইউএনও লোক পাঠাবেন বলে বলেছিলেন। সোমবার বিকাল চারটা পর্যন্ত কোন লোক পাঠাননি। সরকারি গাছ হওয়ায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত ছাড়া কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, ‘আমি জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গাছটি অপসারণ করতে বলেছি। এটা সব জায়গায় জরুরী অপসারণ করা হয়। কিন্তু তিনি এখনো সেটি না করার কারণ জানি না। আমি সেটি অপসারণে দ্রæত ব্যবস্থা নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top