ঈদে ঢাকা টু সৈয়দপুর রুটের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ ও এয়ার অ্যাস্ট্রা।

FB_IMG_1712069000500.jpg

এস.এম.আহসান হাবীব বাবু

পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে অতিরিক্ত যাত্রীচাপ ও যাত্রীদের সুবিধার্থে ঢাকা টু সৈয়দপুর রুটের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ ও এয়ার অ্যাস্ট্রা।

সোমবার ১ এপ্রিল থেকে এই রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এয়ার অ্যাস্ট্রা কতৃপক্ষ জানায়, ঢাকা থেকে সৈয়দপুর রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ০৭ টা ১০ মিনিট, দুপুর ২ টা ৫ মিনিট, বিকেল ৫ টা ১৫ মিনিট এবং রাত ৮ টা ৫ মিনিটে এবং সৈয়দপুর থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮ টা ৪০ মিনিট, দুপুর ৩ টা ৩৫ মিনিট, সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট এবং রাত ৯ টা ৩৫ মিনিটে।

এদিকে ৪ এপ্রিল থেকে বিমান বাংলাদেশ ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে অতিরিক্ত এসব ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বড় উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top