মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাময়িক বহিষ্কার হলেন লালমনিরহাটের পাঁচ উপজেলার ১২ ছাত্রলীগ নেতাকর্মী।

শনিবার (১৯ আগস্ট) রাত ১০টায় জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন- কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, হাতীবান্ধার গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জের উত্তরণ ডিগ্রি কলেজের কর্মী মামুনুর রশিদ লিওন খান, হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর, সদরের মোগলহাট ইউনিয়নের সহ-সভাপতি আমিনুল ইসলাম রানা ও আইনবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, লালমনিরহাট পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি শ্রাবণ হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ঈসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইবনে রুসদ।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বেহেশতের মেহমান, কোরআনের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top